জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল
টাঙ্গাইলের ধনবাড়ীতে কাওমী উলামা পরিষদ , ইমাম মোয়াজ্জেম পরিষদ ও অরাজৈতিক সকল ইসলামী সংগঠনের উদ্যেগে আজ শুক্রবার জুমার নামাজের পর স্বাধীনতাকামী মুজলুম ফিলিস্তিনীদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গনহত্যার প্রতিবাদে সর্বস্তরের তাওহিদী জনতার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে । ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবর’, ‘ফিলিস্তিন মুক্তি পাক-ইসরায়েল নিপাত যাক’ ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিয়ে জুমার নামাজের পর পর টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা এলাকার সকল মসজিদ থেকে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে ধনবাড়ী কেন্দ্রীয় ঈদগা মাঠে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল ধনবাড়ী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধনবাড়ী কেন্দ্রীয় ঈদগা মাঠ সমাবেশ স্থলে এসে শেষ হয় । প্রতিবাদ সমাবেশে সকল মসজিদের ইমাম, মোয়াজ্জেম, কাওমী উলামা পরিষদ , ইমাম মোয়াজ্জেম পরিষদ ও অরাজৈতিক সকল ইসলামী সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। সে সময় কাওমী উলামা পরিষদের সভাপতি হাফেজ আসরাফুজ্জামান বক্তব্যে বলেন আমারা মুসলিম জাতি ফিলিস্তিনের একজন মুসলিমের শরিলে আঘাত হলে আমাদের বুকে ও আঘাত অনুভব হয়।
তাই ফিলিস্তিনের মুসলমানদের ওপর বর্বরোচিত হামলা বন্ধের দাবি জানান। ফিলিস্তিন মুসলিমদের জন্য মসজিদে প্রতি ওয়াক্ত নামাজের পর দোয়া করার জন্য ইমামদের কে আহবান করেন। প্রতিবাদ সমাবেশ থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান মুজলুম ফিলিস্তিনীদের পাশে থাকার জন্য । সভায় বিভিন্ন মসজিদের ইমামগন বক্তব্য ইসরায়েল ফিলিস্তিন মুসলিম নারী শিশুদের উপর যে ভাবে হত্যকান্ড চালাচ্ছে এটা খুবই হৃদয়বিদারক। এক জন মুসলিম হিসেবে ফিলিস্তিনের মুসলিমের পাশে দাড়ানো আমাদের ইমানি দায়িত্ব। ফিলিস্তিনের ওপর সব নির্যাতনের অবসান ঘটিয়ে দ্রুত সময়ের মধ্যে স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা দেওয়ার দাবি জানান তারা । বাংলাদেশের সকল মুসলিমদের কে ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করার আহবান করেন। সমাবেশ শেষে ফিলিস্তিনীদের জন্য দোয়া করেন কাওমী উলামা পরিষদের সভাপতি হাফেজ আসরাফুজ্জামান। দোয়ার মধ্যে দিয়ে শেষ হয় টাঙ্গাইলের ধনবাড়ীতে কাওমী উলামা পরিষদ , ইমাম মোয়াজ্জেম পরিষদ ও অরাজৈতিক সকল ইসলামী সংগঠনের উদ্যেগে আয়োজিত ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল।