দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

কে হচ্ছে? ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান

0

এস.এম আব্দুর রাজ্জাক:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থীদের ব্যাপক গণসংযোগ চলছে। কোথাও আয়োজন করা হচ্ছে কর্মিসভা, মতবিনিময় ও উঠান বৈঠক। নানা কৌশলে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।

ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৫ জন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন ৩ জন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই মাঠে বেরিয়ে পড়েছেন প্রার্থীরা। ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই বারের ইউপি চেয়াম্যান এবং ধনবাড়ী পৌরসভার সাবেক দুই বারের পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন পেয়েছেন দোয়াত কলম প্রতীক, ধনবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক  ও ধোপাখালী ইউনিয়নের দুই বারের ইউপি চেয়াম্যান,আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ পেয়েছেন মোটর সাইকেল প্রতীক, বর্তমান উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা পেয়েছেন ঘোড়া প্রতীক, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা ড,মো: আজিজুল ইসলাম পেয়েছেন হেলিকপ্টর প্রতীক।  বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি পেয়েছেন আনারস প্রতীক,

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা পেয়েছেন টিওবয়েল প্রতীক, সোহেল তালুকদার পেয়েছেন টিয়া প্রতীক, কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা জহুরুল ইসলাম কালু পেয়েছেন তালা প্রতীক, মোহাম্মদ আবু তালেব পেয়েছেন গ্যাস সিল্ডার প্রতীক ও সাইফুল ইসলাম বকল পেয়েছেন চশমা প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেবউন্নাহার লিনা বকল পেয়েছেন ফুটবল প্রতীক ও কল্পনা বেগম পেয়েছেন হাঁস প্রতীক,আকলিমা আক্তার লিপি পেয়েছেন কলস প্রতীক, ।  ধনবাড়ী উপজেলায় আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদের ভোটগ্রহণ।

ধনবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মণি শংকর জানান,  তফসিল অনুযায়ী ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন আগামী ০৮ মে। নির্বাচনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিল। সব কয়টি বৈধ ঘোষণা করা হয়েছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৫৮৮ জন। এরমধ্যে পুরুষ ৭৯ হাজার ৯০২ জন এবং নারী ৮২ হাজার ৬৮৬ জন।

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.