দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

যমুনা সারকারখানা সিবিএ নির্বাচনে রবিউল-শাহজাহান প্যানেল বিজয়ী

0

স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সারকারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়ন(সিবিএ) ২ বছর মেয়াদী নতুন কমিটি গঠনে নির্বাচনে রবিউল-শাহজাহান প্যানেল (ছাতা প্রতিক) বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার(১৬ মে) জেএফসিএল এমপ্লয়িজ ক্লাবে সকাল -৮ থেকে বিকাল ৪ টা পর্য়ন্ত বিরতীহীন ভাবে সুষ্ঠ –শান্তি শৃংখলার মধ্যে দিয়ে ৫৪৩ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। ভোট গ্রহন শেষে বৃহস্পতিবার রাত ১১টায় যমুনা সারকারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়ন(সিবিএ) নির্বাচন পরিচালনা সাব- কমিটির চেয়ারম্যান কহিনুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
নির্বাচনে শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ’র) নির্বাচনে ২৩ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে রবিউল-শাহজাহান (ছাতা প্রতিক) পরিষদের ১৪ জন বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হন। নির্বাচনে ৯টি পদে রবিউল -শাহজাহান ( ছাতা) প্রতিক পরিষদে কার্যকরী সভাপতি রবিউল ইসলাম-৪২১ ভোট, কার্যকরী সভাপতি -নাজমুল ইসলাম-৩৭২ ভোট,সহ সভাপতি (শ্রম কল্যাণ) মাহমুদুল হাসান ফারুকী মন্টু-৩৪৭ ভোট,সহ সভাপতি (পরিবেশ ও স্বাস্থ্য) আনোয়ারুল ইসলাম (বিনা প্রতিদ্ব›দ্বীতায়), সাধারণ সম্পাদক শাহজাহান-৪৪৫ ভোট , যুগ্ম সম্পাদক আইন শরিফুল ইসলাম-৩৩২ ভোট, সহ সাধারন সম্পাদক ইলিয়াস-৪২২. সহ সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ -৪১৬ , সহ দপ্তর ফজলুল হক ৩৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দী মোয়াজ্জেম হোসেন (খেজুর গাছ) প্রতিকের ৬০ ভোট, সাধারন সম্পাদক পদে বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্ব›িদ্ব খেজুর গাছ প্রতিকের নাজমুল হক ৪৪ ভোট, এবং একক প্রার্থী কার্যকরী সভাপতি পদে মহি উদ্দিন (আনারস প্রতিক) – ৯৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বাচিত কমিটি জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সকল সদস্য ও নির্বাচনী পরিচালনা সাব কমিটি এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও গনমাধ্যম কর্মীদেরকে অভিনন্দন জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.