দৈনিক নবতান
জনতার সংসদ

BREAKING NEWS

জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীর চরাঞ্চলের এসএসসি ও সমমান পরিক্ষায় ২০২৪ সালে জিপিএ – ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। রোববার(২৬ মে) দুপুরে এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ এর (প্রতিষ্ঠাতা মরহুম হাজী আব্দুস সাত্তার) আয়োজনে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর গাছ বয়ড়া এলাকায় এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে এম এ মেমোরিয়াল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী শওকত আলী এর সভাপতিত্বে অধ্যক্ষ শিক্ষাবিদ স্টিফেন্স লিউক মালাকার স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আব্দুর রশিদ এমপি ২’শত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেষ্ট তুলে দিয়ে সংবর্ধনা জানান।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামস উদ্দিন, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব,মেলান্দহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মাহবুব মোমতাজ,,পৌর মেয়র মনির উদ্দিন,ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক,এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ দাতা সদস্য প্রকৌশলী জোবাইদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এতে স্থানীয় গণ্য মান্য ব্যাক্তিবর্গ ,দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী,কলেজের শিক্ষক-কর্মচারী ও সংবর্ধিত শিক্ষাথীবৃন্দসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ একদিন দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করবে। সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। তোমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াত শিখায়। আগামী দিনে তোমরাই দেশ পরিচালনা করবে। তাই তোমাদের দেশ প্রেমী হতে হবে।

Leave A Reply

Your email address will not be published.